দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী গ্রামে স্বামীসহ একই পরিবারের চার প্রতিবন্ধী নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মনিকা হাঁসদা নামে একটি আদিবাসি পরিবার। থাকেন ভাঙা ঘরে। অন্যের বাড়িতে ঝিঁ আর মাঠের জমিতে কাজ করে যা আয় হয় তাদিয়েই চলে মনিকার সংসার।
মনিকা হাঁসদা (৫৮) বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের রানীনগর আদিবাসি গ্রামের বাসিন্দা। তিনি ছাড়া পরিবারের লোক চারজন। পরিবার ছোট ছেলে স্যামসন (১৬), তার বড় সালমন সরেন (২০) মেয়ে এলেনোরা (২৭) এবং স্বামী মানুয়েল সরেন (৬৩)। বাবাসহ সন্তানেরা বামন প্রাকৃতিক। মানুয়েল সরেন নিজের হাত ও পা বিকল হয়েছে। কানে শুনতে পান না। মেয়ে এলেনোরা স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকতে পারেন না। ঠিকমত কথাও বলতে পারেন না। সালমন সরেন একটু কথ ভালো বলতে পারলেও উচ্চতার কারণে কোথাও কাজ করতে পারেন না। একই অবস্থা স্যামসন সরেনেরও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.