কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কালীগঞ্জে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

মানবজমিন প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ০০:০০

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় খলিলুর রহমান নামের এক দিনমজুরের মরদেহ নিয়ে অসংখ্য নারী, পুরুষ বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন। গতকাল সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় শুরু হওয়া বিক্ষোভ অবরোধ চলে দুপুর দেড়টা পর্যন্ত। এদিকে অবরোধের ফলে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে দু’পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এলাকাবাসী জানায়, উপজেলার তাবাসসুম মুসতাযীর তামান্না নামের এক কলেজ শিক্ষক বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে বছরের পর বছর এলাকার সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। তামান্নার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কার্যত কোনো পদক্ষেপ নেয়া হয় না। এ অবস্থায় তামান্না নতুন একটি মামলা দায়ের করে দিনমজুর দম্পতির নামে। গত চারদিন আগে ওই মামলায় দিনমজুর খলিলুর রহমান স্ত্রীসহ জামিন নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত সোমবার রাতে মারা যান। তারই মরদেহ নিয়ে এলাকার শত শত মানুষ বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন। অবরোধ চলাকালে সেখানে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ উপস্থিত হয়ে এলাকাবাসীকে শান্ত করেন। তিনি তামান্নার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দেন। এ সময় উপস্থিত লালমনিরহাট জেলা পুলিশের এএসপি আতিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন প্রশাসনের পক্ষ থেকে তামান্নার বিরুদ্ধে মামলা গ্রহণ ও ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়। এএসপি আতিকুল ইসলাম বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করে বলেন, ‘এ ধরনের মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত