এবার হলদিবাড়ি সীমান্ত ছুঁল বাংলাদেশের ট্রেন
ভারতীয় ট্রেন ইঞ্জিনের সীমান্তে ছুঁয়ে যাওয়ার তিন সপ্তাহ পর বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিনও সীমান্ত ঘুরে এল। এখন শুধু চিলাহাটি-হলদিবাড়ি ট্রেন চলাচল শুরুর অপেক্ষা। চলতি বছরের ডিসেম্বরে এই রুটে ট্রেন চলাচল শুরু হতে পারে বলে নীলফামারী জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
চিলাহাটি-হলদিবাড়ি নবনির্মিত রেলপথে বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিন মঙ্গলবার পরীক্ষামূলকভাবে চালানো হয়।
একইভাবে গত ৮ অক্টোবর চিলাহাটি সীমান্ত ছুঁয়ে গেছে ভারতীয় রেলওয়ের একটি ইঞ্জিন।
মঙ্গলবার ফিতা কেটে নবনির্মিত ওই পথে পরীক্ষামূলক রেল চলাচলের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
এরপর বেলা ১২টার দিকে চিলাহাটি রেলস্টেশন থেকে ভারতের হলদিবাড়ি রেলপথে ছেড়ে যায় একটি ইঞ্জিন। লোকো মাস্টার মনিরুল ইসলাম (৪০) বাংলাদেশ রেলওয়ের ৬৫০৯ বি-ই-ডি-৩০ ইঞ্জিনটি দুই দেশের সীমান্তের শূন্য রেখা পর্যন্ত নিয়ে ফিরে আসেন বেলা ২টার দিকে।