কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঝিনাইদহে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: চালককে সাময়িক বরখাস্ত

ইত্তেফাক কোটচাঁদপুর প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১৮:১৭

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় একটি ট্রেনের চালককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

পশ্চিম রেলের পাকশী ডিভিশনের সহকারী ট্রাফিক অফিসার আব্দুস সোবহান জানান, সোমবার রাত ১টা ৪৩ মিনিটের সময় সাবদারপুর স্টেশনে খুলনা থেকে পার্বতীপুর গামী মালবাহী ট্রেনের সাথে ঈশ্বরদী থেকে খুলনাগামী অপর একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রেনের ইঞ্জিনসহ ৪টি তেল বোঝায় ট্যাংকার লাইনচ্যুত হয়। এরপর থেকে খুলনা থেকে ঢাকা, রাজশাহী, পার্বতীপুরসহ সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সকাল ১১টা ৩৫ মিনিটে ফের ট্রেন চলাচল শুরু হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও