You have reached your daily news limit

Please log in to continue


‘বাবা চাইতেন আমি যেন আউট না হই’, কলকাতাকে হারিয়ে বললেন মনদীপ

বাবাকে হারিয়েছিলেন গত শুক্রবার। পিতৃবিয়োগের শোক বুকে নিয়েই মনদীপ সিংহ খেলতে নেমেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ওপেন করতে নেমে সেই ম্যাচে করেছিলেন ১৭ রান। সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে দলকে জেতান তিনি। প্রয়াত বাবাকে সেই জয় উৎসর্গ করে মনদীপ জানান, তাঁর বাবা চাইতেন ছেলে যেন প্রতিদিন অপরাজিত থেকেই মাঠ ছাড়ে। এ বারের আইপিএলের শুরুটা ভাল হয়নি মনদীপের। ৩ ম্যাচে মাত্র ৩৩ করে পঞ্জাবের প্রথম একাদশেই আর জায়গা হয়নি। দলে ফেরার পরে মনদীপ এখন ম্যাচ উইনার।কলকাতাকে হারানোর পরে মনদীপ বলেন, “বাবা বলতেন অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হবে। আমাকে বলতেন, ১০০ করো বা ২০০, আউট হওয়া চলবে না।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন