ওরা ভয়ংকর, সাভারে ব্যবসা-চাকরির আড়ালে ছিনতাই
একজন স্যানিটারি ব্যবসায়ী, অন্যজন প্রাইভেটকার চালক। দিনের আলোয় এটাই তাঁদের পরিচয়। কিন্তু এসব পেশার আড়ালে তারা পেশাদার ছিনতাইকারী। একজন মুরগি চুরি করে হাত পাকিয়েছেন। অন্যজন ছ্যাঁচড়া চোর থেকে হয়ে উঠেছেন ভয়ংকর ছিনতাইকারী। ছুরির সামনে মোবাইল ফোন, স্বর্ণালংকার কিংবা অর্থ দিতে দেরি হলেই বুকে বা পেটে ছুরি চালিয়ে দেন তাঁরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাক্তন শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় র্যাবের হাতে ধরা পড়ার পর বেরিয়ে এসেছে আজাদ শরীফ (২৯) ও রনি ওরফে ডগি রনির (৩০) ছিনতাইয়ের আদ্যোপান্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। দলের অপর চারজনের মধ্যে একজন পুলিশের নজরদারির মধ্যে থাকলেও অন্যজন এখনো লাপাত্তা।
গত শনিবার ভোরে ঢাকার সাভারের শিমুলতলায় বাস থেকে নামা মাত্রই ছিনতাইকারীদের কবলে পড়েন রাবির দর্শন বিভাগের ২০১৯ সালের স্নাতকোত্তরের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।