অপ্রাপ্তবয়স্ক ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
বরগুনার শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা করেছেন আদালত। ছয় জনকে ১০ বছর, চার জনের পাঁচ বছর, এক জনের তিন বছর কারাদণ্ডের রায় দিয়েছেন বিচারক। তিন জনকে খালাশ দেওয়া হয়েছে। ৬৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান রায় ঘোষণা করেন।
বেলা ১২টা ২৮ মিনিটে পড়া শুরু করেন বিচারক। দুপুর ২টা ৩৫ মিনিটে সাজা ঘোষণা করেন তিনি।
এর আগে ৩০ সেপ্টেম্বর এই মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় হয়। রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা ওরফে মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেওয়া হয়। বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।