You have reached your daily news limit

Please log in to continue


রিফাত হত্যা : ১৪ কিশোর আসামির নাম-ছবি প্রকাশে মানা

বরগুনার বহুল আলোচিত মো. শাহনেওয়াজ রিফাত শরীফ (২৬) হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ কিশোর আসামির রায় আজ মঙ্গলবার ঘোষণা হবে। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করবেন। তবে রায় ঘোষণা করা হলেও শিশু আইন ২০১৩ অনুযায়ী শিশুদের ছবি ও নাম প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এ আইনের ২৮ ধারার ১ নম্বর উপধারায় বলা হয়, ‘শিশু আদালতে বিচারাধীন কোনো মামলায় জড়িত বা সাক্ষ্য প্রদানকারী কোনো শিশুর ছবি বা এমন কোনো বর্ণনা, সংবাদ বা রিপোর্ট প্রিন্ট বা ইলেকট্রনিক মাধ্যম অথবা ইন্টারনেটে প্রকাশ বা প্রচার করা যাইবে না, যাহা সংশ্লিষ্ট শিশুকে শনাক্তকরণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে।’ তবে শিশুদের ক্ষতি হবে না, এ ধরনের নিশ্চয়তা থাকলে সংশ্লিষ্ট বিচারিক আদালতের অনুমতি সাপেক্ষে রিপোর্ট প্রকাশ করতে পারবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন