![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F7c95e473-b146-4952-9a09-35c905816270%252F060447Sylhet_DH0527_20201025_sylhet_pic_003.jpg%3Frect%3D0%252C63%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
আইন ও একজন মায়ের অনশন
সিলেটের যে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে ৩৪ বছর বয়সী তরুণ মো. রায়হান আহমদ নিহত হয়েছেন, সেই বন্দরবাজার ফাঁড়ির সামনে তাঁর মা ছালমা বেগম স্বজনদের নিয়ে রোববার আমরণ অনশনে বসেছেন। এ ঘটনার মূল হোতাসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে তাঁর এ অনশন।
- ট্যাগ:
- মতামত
- আইন
- পুলিশ ফাঁড়ি
- বিচার দাবি
- অনশন
- আমরণ অনশন