বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়া সাত জনকে গ্রেফতার করল না, জেলে পাঠাল না। সাত জনকেই ও-পারে ফেরত পাঠিয়ে দিল বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনী।