![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/03/30/023fb5466815a8df9d1001986014bcf6-56fb8afaea2f5.jpg?jadewits_media_id=79643)
নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
বরিশালের গৌরনদী উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পালরদী নদীতে গোসলে নেমে সজীব শেখ (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকালে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সজীব গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তিহাটি গ্রামের ফরিদ শেখের ছেলে।