![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fdfcafbc0-0991-4d42-9f5a-9f5d7f56a7e0%252Fnevy.jpg%3Fw%3D250%26auto%3Dformat%252Ccompress)
হাজী সেলিমের ছেলেসহ চারজনের নামে মামলা
মারধরের ঘটনায় আজ সোমবার হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। সকাল পৌনে আটটার দিকে মামলাটি করা হয়।
ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশনস) রবিউল ইসলাম প্রথম আলোকে মামলার বিষয়টি জানান। তিনি জানান, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। আসামিরা হলেন, ইরফান সেলিম, এ বি সিদ্দিক দীপু, জাহিদ, মীজানুর রহমান ও অজ্ঞাতনামা আরও দুই/তিনজন।