রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের কাজ আবারো থমকে যাওয়ার আশংকা
কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের কাজ আবারো থমকে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের এ প্রকল্পটি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) টালবাহানা যেন থামছেই না। প্রথম দফায় নানা অনিয়মের মাধ্যমে একটি কালো তালিকাভুক্ত কোম্পানিকে কাজ দেয়ার সকল প্রচেষ্টা ভণ্ডুল হবার পর এবারো সেই একই প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটির কতিপয় অসাধু কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটিতে নানা অনিয়মের সন্ধান বের করেছিলো। কিন্তু সবকিছুকে পাশ কাটিয়ে বেবিচকের একটি মহল বিতর্কিত ওই কোম্পানিটিকে কাজ দেয়ার জন্য মরিয়া হয়ে উঠে। কিন্তু শেষ রক্ষা না হওয়ায় বাধ্য হয়ে বেবিচক ওই কাজের জন্য পুনরায় দরপত্র আহবান করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.