পতনে শুরু সপ্তাহের শেয়ারবাজার
গেল সপ্তাহের শেষ কার্যদিবসের মতো রোববারও (২৫ অক্টোবর) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। রোববার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.০২ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯২.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৭০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৯.৫২ ও সিডিএসইসি ৪.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৯.৪৬ পয়েন্ট, ১৬৮২.৯১ পয়েন্টে ও ৯৮২.৩৯ পয়েন্টে। ডিএসইতে রোববার (২৫ অক্টোবর) টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৮৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৪৩ কোটি ৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৯ কোটি ৩ লাখ টাকার।