![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/10/24/ansu-fati-241020-01.jpg/ALTERNATES/w640/ansu-fati-241020-01.jpg)
রাউলের রেকর্ড ভাঙলেন ফাতি
ক্যারিয়ারের শুরুতে স্বপ্নময় পথচলায় আরেকটি দারুণ কীর্তি গড়লেন আনসু ফাতি। ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। কাম্প নউয়ে শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে অষ্টম মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন ফাতি। ১৭ বছর ৩৫৯ দিন বয়সে গোল করে তিনি ভেঙেছেন রিয়াল কিংবদন্তি রাউল গনসালেসের রেকর্ড।