নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা কিশোরের লাশ উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলি সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। শনিবার ভোরে পুলিশ মোহাম্মদ জাবের (১৩) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করেছে। জাবের উখিয়ার লম্বাশিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা এমদাদ হোসেনের ছেলে।
পুলিশ ও বিজিবির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে নাইক্ষ্যংছড়িতে সীমান্তে এ পর্যন্ত ১৩টি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২৪ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রোহিঙ্গা
- লাশ উদ্ধার
- মাইন বিস্ফোরণ