![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Oct/24/1603537043946.png&width=600&height=315&top=271)
কিশোরগঞ্জের যে হাটে বাদ্যযন্ত্র নয়, বিক্রি হন বাদক!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে জমে উঠেছে ৫০০ বছরের বাদ্যযন্ত্র বিক্রির ঐতিহ্যবাহী হাট। দুর্গাপূজা শুরুর আগের তিন দিন এ হাট বসে। সোমবার বিকেলে শুরু হয়েছে এ হাট।
এ হাটে কোনো বাদ্যযন্ত্র বিক্রি হয় না। বিক্রি হন যন্ত্রীরা। যন্ত্রীসহ পছন্দের বাদ্যটি ভাড়া হয় এ হাটে। পূজা শুরুর আগে দরদাম ঠিক করে বায়নার টাকা দিয়ে বাদ্যযন্ত্রসহ যন্ত্রীদের সঙ্গে করে নিয়ে যান পূজার আয়োজকরা।