![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F98e7e662-7882-40cc-b5fe-22d70c426c81%252FDead_Body_1.png%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মোটরসাইকেলচোরদের হামলায় ব্যবসায়ী নিহত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোটরসাইকেলচোরদের হামলায় এক ব্যবসায়ী মারা গেছেন। আজ শনিবার ভোরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাইতুল ইজ্জতের কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৪০)। আহত হয়েছেন শফিকুল ইসলামের ছোট ভাই জাহাঙ্গীর আলম ও আবু তৈয়ব।
শফিকুল সুনামগঞ্জের ধর্মপাশা এলাকার মৃত আবদুল হাফেজের ছেলে। তাঁরা দীর্ঘদিন ধরে উপজেলার কেঁওচিয়ার বাইতুল ইজ্জতের সত্যপীরের দরগাহ এলাকায় বসবাস করছেন।থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটার দিকে মোটরসাইকেলচোর চক্রের কয়েকজন সদস্য দরগাহ এলাকায় জাহাঙ্গীরের বসতঘর থেকে তাঁর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ব্যবসায়ী
- মোটরসাইকেল চোর