নেত্রকোণায় দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় শহরের বড়বাজার এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সর্ববণিকের পারিবারিক মণ্ডপে অন্য বছরের মতোই এবারও পাঁচ বছর বয়সী এক মেয়েকে মাতৃরূপে পূজা করা হয়।
শাস্ত্রমতে পাঁচ বছরের যে মেয়েকে মাতৃরূপে পূজা করা হয় তাকে সুভগা নামে অভিহিত করা হয়। আয়োজকরা বলছেন, এ পূজার লক্ষ্য নারীকে মর্যাদা দান। খবর > সমগ্র বাংলাদেশ
কুমারী পূজা ‘নারীর মর্যাদার প্রতি সচেতন করবে’
নেত্রকোণা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2020 02:15 PM BdST Updated: 24 Oct 2020 02:15 PM BdST
PreviousNext
নেত্রকোণায় দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় শহরের বড়বাজার এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সর্ববণিকের পারিবারিক মণ্ডপে অন্য বছরের মতোই এবারও পাঁচ বছর বয়সী এক মেয়েকে মাতৃরূপে পূজা করা হয়।
শাস্ত্রমতে পাঁচ বছরের যে মেয়েকে মাতৃরূপে পূজা করা হয় তাকে সুভগা নামে অভিহিত করা হয়। আয়োজকরা বলছেন, এ পূজার লক্ষ্য নারীকে মর্যাদা দান।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য বলেন, সমাজে ব্যাপকভাবে নারী নিগৃহীত হচ্ছে। এ অবস্থায় কুমারীপূজা নারীর প্রতি সম্মান বাড়াবে। ধর্মীয়ভাবে নারীকে মর্যাদা দেওয়ার লক্ষ্য নিয়ে কুমারীপূজা করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.