কাশ্মীরি নব অধ্যায়ে নতুন বাঁক জোটবদ্ধতা
অসাধ্য সাধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরি রাজনীতিকদের তিনি এক ছাতার তলায় টেনে এনেছেন। এযাবৎ কখনো এমন হয়নি। এক দল ডান দিকে গেলে অন্য দল বাঁ দিকের পথিক হতো। ক্ষমতার হাতছানি অদ্ভুত ধরনের জোটবদ্ধতার তাগিদ দিত। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ ও রাজ্য দ্বিখণ্ডকরণ সেই চেনা চালচিত্র অবিশ্বাস্যভাবে বদলে দিয়েছে। অস্তিত্বের সংকট বাঘ ও গরুকে এক ঘাটে জড়ো করেছে। এই জোটবদ্ধতা মোদি সরকারের নবতম চ্যালেঞ্জ।