কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন রফিক-উল হক

ইত্তেফাক প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ১০:২৮

ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে। সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে পল্টনের নিজ বাসভবনে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেওয়া হবে সুপ্রিম কোর্টে। সেখানে চতুর্থ দফা জানাজা শেষে রফিক-উল হককে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে ব্যারিস্টার রফিক-উল হক শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

দেশের বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক গত ১৫ অক্টোবর থেকে বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি হন। প্রথম দিকে তাকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থা কিছুটা জটিল হওয়ায় তাকে হাই ডিপেনডেন্সি কেয়ার ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও