You have reached your daily news limit

Please log in to continue


খুলনা মাউশির উপ-পরিচালকের স্বামীকে গলা কেটে হত্যা

নড়াইলের সদর থানার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে একটি বেসরকারি কলেজের অরুণ কুমার রায় নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনাটির খবর পায় পুলিশ। নিহত অরুণ রায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায় সদর থানার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে একা বসবাস করতেন। তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে চাকরির কারণে জেলার বাইরে অবস্থান করেন। তারা মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন। শুক্রবার সারাদিন থেকে অরুণ রায়ের কোনও সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যার পর নিভা রাণী পাঠক ও তার ছেলে ইন্দ্রজিৎ রায় বাড়িতে এসে মই বেয়ে দ্বিতল ভবনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চেয়ারের ওপর গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন