‘মা–বাবা আমাকে কখনোই ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে চায়নি’
প্রথম আলো
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ০৮:০০
পূজা এলেই হু হু করে ব্যস্ততা বাড়ে হৈমন্তী রক্ষিত দাশের। তাই এ সময় তাঁকে খুঁজে পাওয়া দায়। সকালে আর দুপুরে ফোন করে পাওয়া গেল না তাঁকে। বিকেলে জানালেন, রাতে বাড়ি ফিরে কথা বলতে পারবেন। প্রতিবছর পূজা উপলক্ষে একটি করে গান করেন। তবে ২০২০ ব্যতিক্রম। এবার একটি নয়, দুটি পূজার গান করেছেন তিনি। প্রথমটির নাম ‘দুর্গতিনাশিনী’। ঢাকার রমনা কালীমন্দিরে ধারণ করা হয় এই গানের মিউজিক ভিডিও। আকাশ সেনকে সঙ্গী করে ‘পূজো এলো’ শিরোনামে আরও একটি গান করেছেন হৈমন্তী। কথা হলো এই শিল্পীর সঙ্গে।
- ট্যাগ:
- বিনোদন
- ডাক্তার
- সংগীতশিল্পী
- ইঞ্জিনিয়ার
- দূর্গাপূজা