কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বুকের ব্যথায় জরুরি অস্ত্রোপচার কপিলের, আরোগ্য কামনায় ভিভ, কোহালিরা

আনন্দবাজার (ভারত) দিল্লি, ভারত প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ০৪:১২

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বুকে ব্যথার সমস্যায় হাসপাতালে ভর্তি। ৬১ বছর বয়সি কপিলকে ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তিনি এখন সঙ্কটমুক্ত এবং ‘সুস্থতার পথে’। আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

দিল্লির সুন্দর নগর অঞ্চলে থাকেন কপিল। বৃহস্পতিবারই তাঁর বুকে ব্যথার সমস্যা হচ্ছিল। হাসপাতালের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘কপিল দেবের মধ্যরাতেই করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে।’’ সঙ্গে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘‘এখন তিনি আইসিইউ-তে আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।’’ অ্যাঞ্জিওপ্লাস্টি এমন একটি প্রক্রিয়া যাতে ধমনীতে রক্ত সংবহন বন্ধ হয়ে গেলে তা মুক্ত করা হয় কৃত্রিম পদ্ধতিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও