কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মালয়েশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণের সাড়ে ৬ কোটি টাকা আদায়

জাগো নিউজ ২৪ মালয়েশিয়া প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ২০:৫৪

মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি থেকে বাংলাদেশিদের সাড়ে ৬ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে কর্মীর পরিবারের কাছে পাঠিয়েছে হাইকমিশন। সক্রিয় আইনি সহায়তায় ২০১৮-১৯ সাল পর্যন্ত ৬ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৭৮২ টাকার ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাসে আদায় করা হয়েছে ২০ লাখ ২৩ হাজার ৬২ টাকা। আরও ৪৫টি আবেদনের বকেয়া বীমার টাকা আদায়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ৪৫টি আবেদন ছাড়াও মালয়েশিয়া সরকার অনুমোদিত বীমা কোম্পানি সোকসোতে ১২টি আবেদন চলমান রয়েছে। এছাড়া পরবর্তী কার্যক্রমের লক্ষ্যে ২৫০০টি আবেদনের তথ্যাদি প্রেরণের জন্য বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে পাঠানো হয়েছে বলে মিশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, দূতাবাস মালয়েশিয়া সরকারের শ্রম দফতর এবং নিয়োগকর্তার কাছে দাবী জানিয়ে চিঠি দেয়া হয়। শ্রম ও সংশ্লিষ্ট অফিস প্রক্রিয়া শুরু করে এবং বাংলাদেশে অবস্থিত ক্ষতিপূরণ প্রত্যাশী ব্যক্তি বা তার পরিবারের তথ্যাদি প্রেরণের জন্য হাইকমিশনে পত্র দিলে হাইকমিশন তা বাংলাদেশে অবস্থিত ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডে প্রেরণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও