বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৈরি ১০০ ভেন্টিলেটর
যুক্তরাষ্ট্রের তৈরি ১০০টি ভেন্টিলেটর আজ শুক্রবার বাংলাদেশে পৌঁছেছে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান তাঁর সাম্প্রতিক সফরে ১০০টি ভেন্টিলেটর বাংলাদেশে সরবরাহের ঘোষণা দিয়েছিলেন। কোভিড-১৯ মোকাবিলা ও জনস্বাস্থ্য বিষয়ে ঢাকা-ওয়াশিংটনের পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে বিগান ওই ঘোষণা দেন।
এর আগে বিগান বাংলাদেশের ভেন্টিলেটরগুলোর কার্যকারিতা পুনরায় পরীক্ষা করার জন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের কাছে দুটি ‘গ্যাস অ্যানালাইজার’ যন্ত্র সরবরাহ করেছিলেন।
ভেন্টিলেটর প্রদান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএইড বলছে, ‘আমরা সবাই কোভিড-১৯ মহামারি কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ করছি এবং নতুন ও মানসম্পন্ন এ যন্ত্রগুলো অগণিত মানুষের জীবন বাঁচাতে পারে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.