একচার্জে ২১০ কিলোমিটার যাবে হিরো’র নতুন ইলেকট্রিক স্কুটার

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১৯:০৯

ছোটো-মাঝারি ব্যবসায়ীদের কথা ভেবে নিয়ে নতুন কয়েকটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে অন্যতম বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি হিরো ইলেকট্রিক। সম্প্রতি সিটি স্পিড পোর্টফোলিওতে এইচএক্স সিরিজের তিনটি স্কুটারের মডেলের কথা ঘোষণা করেছে এই গাড়িপ্রস্তুতকারী সংস্থা।

আর এই স্কুটারগুলো হল অপটিমা-এইচএক্স, এনওয়াইএক্স-এইচএক্স ও ফোটন-এইচএক্স। সেই সূত্র ধরে এনওয়াইএক্স-এইচএক্স স্কুটারের দাম প্রকাশ করা হয়েছে। ৬৪,৬৪০ টাকায় এই স্কুটার পাওয়া যাবে বলে গাড়িপ্রস্তুতকারী সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিবার চার্জে সর্বোচ্চ ২১০ কিমি পর্যন্ত সেবা দিতে সক্ষম এই স্কুটার।

ব্যবসার প্রয়োজনে এই স্কুটারগুলোতে একাধিক ফিচার বা অ্যাপ্লিকেশন কাস্টমাইজ করা যাবে। এর মডিউলার ব্যাটারি সিস্টেম আপনাকে বাড়তি সুবিধা দেবে। এই স্কুটারে ভার বহনের ক্ষেত্রেও একাধিক সুবিধা রয়েছে। এর ফলে যারা স্কুটারে করে এক জায়গা থেকে অন্যত্র পণ্য সরবরাহ করেন তারা অনেকটাই সুবিধা পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও