ফুকুশিমার তেজস্ক্রিয় পানি ডিএনএ’র ক্ষতি করতে পারে: গ্রিনপিস
পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বলেছে, সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দূষিত পানিতে যে তেজস্ক্রিয় উপাদান আছে তা মানুষের ডিএনএ’র ক্ষতি সাধন করতে পারে। জাপান সরকার ফুকুশিমা কেন্দ্রের তেজস্ক্রিয় দূষিত ১০ লক্ষাধিক টন পানি সাগরে ফেলবে বলে গণমাধ্যমে খবর বেরোনোর পর গ্রিনপিস এর কুপ্রভাবের দিকটি খতিয়ে দেখে এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
বিবিসি জানায়, ‘স্টেমিং দ্য টাইড ২০২০: দ্য রিয়েলিটি অব দ্য ফুকুশিমা রেডিওঅ্যাকটিভ ওয়াটার ক্রাইসিস’ শীর্ষক গ্রিনপিসের এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে শুক্রবার।