নিজের তৈরি প্রতিমা দিয়ে পূজা করছে নবম শ্রেণির শিক্ষার্থী
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিজ হাতে প্রতিমা বানিয়ে নিজেই মন্ত্র পড়ে দুর্গাপূজা করছে নবম শ্রেণির শিক্ষার্থী নির্মাণ দত্ত। চার বছর ধরে সে নিজের তৈরি প্রতিমা দিয়ে বাড়িতে পূজা করছে। বিষয়টি এলাকায় সাড়া ফেলেছে।
নির্মাণ দত্ত পৌর শহরের শিবগঞ্জ এলাকার বাসিন্দা গোপাল দত্ত ও নমিতা দত্তের ছোট ছেলে। সে দুর্গাপুর মহারাজ কুমুদ চন্দ্র মেমোরিয়াল (এমকেসি) পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে।
নির্মাণ দত্তের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্মাণ দত্তের ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ। ২০১৬ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় তার মনে সাধ জাগে দুর্গাপ্রতিমা তৈরির। কোনো ওস্তাদ না ধরেই বাড়িতে বাঁশ, কাঠ, খড়, মাটি ইত্যাদি প্রতিমা তৈরির উপকরণ সংগ্রহ করে প্রতিমা তৈরি করে ফেলে। এরপর নিজ হাতে গড়া প্রতিমা দিয়ে পূজার বই সংগ্রহ করে নিজেই মন্ত্র পড়ে পূজা করে ফেলে। তার এই প্রতিভা দেখে মা-বাবা, স্বজনসহ প্রতিবেশীরা অবাক হন। এভাবে প্রতিবছর বাড়ির আঙিনায় মণ্ডপ তৈরি করে পূজা করেছে নির্মাণ দত্ত।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিক্ষার্থী
- প্রতিমা
- দূর্গাপূজা