তুরাগে নকল ঔষধ কারখানায় অভিযান, মালিকসহ ৩ জনের কারাদণ্ড
রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় ঔষধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-৪। এসময় নকল ইউনানী ঔষধ তৈরির অভিযোগে ওই কারখানার মালিকসহ ৩ জনকে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানী তুরাগের বামনারটেক এলাকায় নকল ইউনানি ঔষধ তৈরির ওই কারখানাটির সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।