![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F10%2F23%2Ffcb.jpg%3Fitok%3DaAcCRaQq)
বার্সা তারকার কাছে ক্ষমা চাইলেন সাংবাদিক
চ্যাম্পিয়নস লিগে ফেরেন্সভারোসের বিপক্ষে জয়ের ম্যাচে দারুণ অবদান রেখেছিলেন আনসু ফাতি। ওই ম্যাচের রিপোর্টে আনসু ফাতিকে প্রশংসা করতে গিয়ে ‘রাস্তার কালো হকার’-এর সঙ্গে তুলনা করেন এক স্প্যানিশ সাংবাদিক। এমন ঘটনার জন্য বার্সেলোনা তারকার কাছে ক্ষমা চাইলেন ওই সাংবাদিক।