স্বামীকে প্রতি মাসে ভরণপোষণ দেবেন স্ত্রী : আদালত

এনটিভি ভারত প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ২১:৩৫

স্ত্রীর কাছে ভরণপোষণ বাবদ অর্থ দাবি করে আইনি জয় পেয়েছেন ভারতের এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার স্বামীর হাতে ভরণপোষণ বাবদ মাসে ১০০০ রুপি করে দিতে স্ত্রীকে নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, দেশটির উত্তর প্রদেশের পরিবার আদালতে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনে ওই ব্যক্তি দাবি করেন, স্ত্রীকে মাসে ভরণপোষণের অর্থ দিতে হবে। পরিবার আদালত তাঁর দাবি মেনে নিয়ে বলেছেন, স্ত্রী তাঁকে মাসে এক হাজার রুপি করে ভরণপোষণ বাবদ দেবেন।

উল্লেখ, ওই দম্পতি বহু বছর ধরে আলাদা থাকেন। ২০১৩ সালে পরিবার আদালতে পিটিশন পেশ করে স্ত্রীর কাছে ভরণপোষণের অর্থ দাবি করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও