চ্যাম্পিয়ন্স লিগে ফেরেন্সভারোসের বিপক্ষে বার্সেলোনার ৫-১ গোলের জয়ে দারুণ অবদান রাখা আনসু ফাতিকে ‘রাস্তার কালো হকার’ এর সঙ্গে তুলনা করার পর ক্ষমা চেয়েছেন এক স্প্যানিশ সাংবাদিক। কাম্প নউয়ে মঙ্গলবারের ম্যাচে একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করা ১৭ বছর বয়সী ফাতি এই ঘটনায় পাশে পেয়েছেন সতীর্থ অঁতোয়ান গ্রিজমানকে।
এই টুইটে ফাতিকে ব্যতিক্রমী উল্লেখ করে বর্ণবাদী আচরণের প্রতিবাদ জানান কাতালান দলটির ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান।
“আনসু একজন ব্যতিক্রমী ছেলে যে সব মানুষের মতোই সম্মানের দাবি রাখে। বর্ণবাদকে ‘না’, অভদ্রতাকে ‘না’।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.