![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F6c5ff0e5-8465-4da5-881a-6fb90f7615fc%252FSME.png%3Frect%3D0%252C11%252C300%252C158%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
লোকসানে ৮৩% প্রতিষ্ঠান
প্রথম আলো
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৪:০০
করোনার সময় দেশের ৮৩ শতাংশ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান (এমএসএমই) লোকসানে পড়েছে। রপ্তানিমুখী কারখানা, বিশেষ করে পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৬ শতাংশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে এসব প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হওয়া বা বেচাকেনা কমে যাওয়ায় লোকসান গুনতে হয়েছে। ২১ শতাংশ প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।