![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/10/22/image-193041-1603351288.jpg)
কামারখন্দে সড়কে ১ হাজার তালবীজ রোপণ
সিরাজগঞ্জের কামারখন্দে স্বেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে গ্রামীণ সড়কে তালবীজ রোপন করা হয়েছে। ২ অক্টোবর থেকে শুরু করে বৃহস্পতিবার ২২ অক্টোবর পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কের প্রায় ৩০ কিলোমিটার অংশে ১ হাজার তালবীজ রোপণ করা হয়।