![](https://media.priyo.com/img/500x/https://www.dailyinqilab.com/news_original/1603341885_1.jpg)
সাইবেরিয়ায় লাশের স্তূপ
বিশ্বের বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাস আবারো ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে ইউরোপে, সেখানে আবারও লকডাউন শুরু হয়েছে। কিছু এলাকায় মৃত্যুর সংখ্যা এতটা বেশি যে লাশের সৎকার করা সম্ভব হচ্ছে না সময়মত। এমনি একটি অঞ্চল সাইবেরিয়া।
রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল সাইবেরিয়ায় হাসপাতালের একটি মর্গের মেঝেতে স্তূপ করে লাশ রাখার একটি ভিডিও প্রকাশ হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এদের মৃত্যু হয়েছে কিনা তা অবশ্য স্পষ্ট নয়।