![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/JJJJ-2010212234.jpg)
ফসল-কৃষকের বন্ধু নিতাই
নিতাই চন্দ্র রায়। চোখে হালকা ফ্রেমের চশমা। বেশ লম্বা। কাপড় চোপড়েও অনেক পরিপাটি। কথা-বার্তায়ও বেশ মার্জিত। ষাট বছর বয়সেও বেশ উদ্যোমী। নাম নিতাই হলেও তিনি এখন বিভিন্ন নামে পরিচিত। কারো কাছে কৃষকের বন্ধু, কারো কাছে আবার শস্যের বন্ধু। কেউ বলেন সাদা মনের মানুষ। তবে প্রায় এক ঘণ্টার আলাপচারিতায় আমার কাছে মনে হয়েছে নিতাই চন্দ্র রায় একজন আপদমস্তক চিকিৎসক।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কৃষক
- পরামর্শদাতা
- নিতাই চন্দ্র রায়