![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Oct/21/1603289908278.jpg&width=600&height=315&top=271)
রংপুরে ৯শ মণ্ডপে উৎসববিহীন দুর্গাপূজা
অপেক্ষার পালা শেষ। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে হৃদয় নিংড়ানো ভালোবাসায় মাটি দিয়ে একেকটি প্রতিমা তৈরির কাজ শেষে এসেছে পূর্ণতা। শৈল্পিক কারুকার্য আর রং তুলির নিপুণ ছোঁয়ার অলংকারে সেজেছে অনিন্দ্য সুন্দর প্রতিমাগুলো। আগমন ঘটেছে দুর্গাদেবীর।
বুধবার (২১ অক্টোবর) মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। বৃহস্পতিবার দুর্গতিনাশিনী দশভুজা দেবীর মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে পাঁচ দিনের শারদীয় দুর্গাপূজা। ইতিমধ্যে মন্দিরে মন্দিরে প্রতিমা স্থাপন শুরু হয়েছে। এবার দেবীর আগমন দোলায়, তিনি ফিরবেন গজে।