গোলকধাঁধায় শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস ও ভবিষ্যত
করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চ মাসের শেষ থেকে দেশের শিক্ষাব্যবস্থা থেমে আছে। পর্যায়ক্রমে পিইসি-জেএসসি পরীক্ষা বাতিল হয়েছে ও এইচএসসি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বার্ষিক পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষামন্ত্রী আরও বলেছেন, ‘শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়নের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। আগামী ৩০ কর্মদিসের মধ্যে শেষ করা যায় এমন সিলেবাস প্রণয়ন করেছে এনসিটিবি। সেই সিলেবাস সারাদেশের স্কুলগুলোতে অনলাইনে পাঠানো হবে। স্কুল কর্তৃপক্ষ অনলাইনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেবে। শিক্ষার্থীরা সেই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে অনলাইনে স্কুলে জমা দেবে।’