কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডা. সাবরিনাসহ আটজনের মামলার সাক্ষ্য হয়নি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ১৬:৫৩

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য হয়নি।

বুধবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্ত আদালতে কোনো সাক্ষী উপস্থিত হয়নি। এ কারণে বিচারক আগামী ৩ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন। এ মামলায় ৪২ সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য শেষ হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে গত ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয় এবং দুজনকে গ্রেফতার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও