বাড়ি থাকি অনেক দূরত ছিল নদী। ভাইঙতে ভাইঙতে এইবার বাড়ির কাছত নদী আইসছে। ২-৩ বার বাড়ি সরে নিয়াও এবার আর বাঁচার উপায় নাই। কী করমো হামরা দিশায় না পাই। কথাগুলো বলছিলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের নজরুল ইসলাম।