দিল্লিকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল পাঞ্জাব
টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের হ্যাটট্রিক৷ আরসিবি, মুম্বাই ইন্ডিয়ান্সের পর দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল কিংস ইলেভেন পাঞ্জাব৷ এইভাবেও ফিরে আসে যায়৷ মঙ্গলবার দুবাইয়ে প্রীতি জিন্তার দলের এটাই ক্যাচ লাইন৷ দুই ক্যারিবিয়ানের ব্যাটে ভর করে ‘দিল্লি জয়’ পাঞ্জাবের৷ ১৬৫ রান তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেট ম্যাচ জিতে নিল কিংস ইলেভেন৷ সেই সঙ্গে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এল প্রীতি জিন্তার দল
এই ম্যাচ হারলেও অবশ্য ১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরেই রইল দিল্লি ক্যাপিটালস৷ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের৷ দলের রান যখন ১৭, তখন ফর্মে থাকা রাহুলকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে পাঞ্জাবকে ধাক্কা দেন অক্ষর প্যাটেল৷ ব্যক্তিগত ১৫ রানে আউট হন রাহুল৷ ক্যা্প্টেন আউট হলেও ক্রিজে এসেই ধামাকাদার ব্যাটিং শুরু করেন ক্রিস গেইল৷ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ‘ক্যারিবিয়ান দৈত্য’৷
- ট্যাগ:
- খেলা
- দিল্লি
- আইপিএল
- ক্রিস গেইল