দেবী দুর্গার আগমনী বার্তায় উল্লাসিত সনাতন ধর্মাবলম্বীরা

বার্তা২৪ খুলনা মেট্রোপলিটন প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ২১:৫৭

হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। তবে এ বছর করোনা মহামারির কারণে দেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসবকে দুর্গাপূজা হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অর্থাৎ এবার কোনো উৎসব হবে না, শুধু পূজা হবে ৷ তবুও শরৎ ঋতুকে স্মরণীয় করতে খুলনায় শারদীয় দুর্গাপূজার সকল আয়োজন সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তের অপেক্ষা শুধু দেবী বরণের।

মঙ্গলবার (২০ অক্টোবর) খুলনার মণ্ডপে মণ্ডপে দেখা যায় শেষাংশের প্রস্তু‌তি। স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপ আর প্রতিমায় শেষ তু‌লির আঁচড় দিচ্ছেন শিল্পীরা। এবার খুলনায় ৯৭৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনার ৯ উপজেলায় ৮৪২টি মণ্ডপে ও খুলনা মহানগরীতে ১৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও