সত্য উম্মোচনে অনুসন্ধানী সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন বলেছেন, ‘যেকোনো ঘটনার প্রকৃত সত্যকে পাঠকের সামনে তুলে আনা সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ লুকিয়ে রাখা বা চাপা পড়া সত্যকে আবিষ্কার করা, উম্মোচন করতে পারা। অনিয়ম-দুর্নীতি, হত্যা-রাহাজানিসহ যেকোনো ঘটনার প্রকৃত সত্য সহজেই জানা সম্ভব হয় না। অনুসন্ধানী সাংবাদিকতা চাপা পড়া অজানা সত্যটাকে উম্মোচন করে। এ ধরনের সাংবাদিকতা খুবই ঝুঁকিপূর্ণ।’
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।