কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদেশগামীদের দুর্ভোগ কমাতে করোনা পরীক্ষার কেন্দ্র বাড়িয়েছে সরকার

বার্তা২৪ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৫:৫৭

বিদেশগামীদের দুর্ভোগ কমাতে করোনা পরীক্ষার কেন্দ্র বাড়িয়েছে সরকার। এজন্য নতুন করে ল্যাব সুবিধা সম্পন্ন ১০টি হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ল্যাব সুবিধা রয়েছে এমন হাসপাতালকেই নির্বাচিত করা হয়েছে।

বিদেশগামীদের কষ্ট লাঘবের জন্য সম্প্রতি ১০টি হাসপাতালে কোভিড টেস্টের অনুমোদন দেওয়া হয়েছে আরও বেশি নয় কেন এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব বলেন, এই ১০টি হাসপাতালে তাদের ল্যাব সুবিধা আছে। এগুলো দেশের অনেক বড় হাসপাতাল। যাতে মানুষের কষ্ট কমে, একটি জায়গায় তো দৌড়াদৌড়ি করতে পারছে না। শুধু আইসিডিডিআরবি থেকে এটা করা যায় না। এজন্য আমরা এটাকে সম্প্রসারণ করছি যাতে করে আরও বেশি মানুষকে সেবা দেওয়া যায়। আস্তে আস্তে বিদেশগামী লোকের সংখ্যা বাড়ছে। যাতে এই মানুষগুলো কষ্ট না পায় বা দীর্ঘ প্রক্রিয়ায় পড়ে না থাকে। এজন্যই আমরা এই কাজটি করেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও