সিজন চেঞ্জে ঘরে ঘরে করোনার দোসর ইনফ্লুয়েঞ্জা! রেহাই পেতে যা করবেন...
এইসময় (ভারত)
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৩:৫২
অন্য বছর এই সময় পুজো হয়ে যায়। ধীরে ধীরে হিমেল হাওয়া বইতে শুরু করে। কিন্তু এবছর পুজো পরিস্থিতি একদম ভিন্ন। অক্টোবর মাসে এমন গরম এর আগে দেখা যায়নি। কখনও গরম, কখনও বৃষ্টি যার ফলে তাপমাত্রার ভারসাম্য হচ্ছে। ফলে খুব সহজেই ঠান্ডা বসে যাচ্ছে। আর্দ্রতা বেশি হওয়ায় ঘাম হচ্ছে। বাইরে রোদ।
এবার বাড়ির থেকে বাইরে বেরিয়ে এসিতে ঢুকলে আরাম বোধ হচ্ছে, কিন্তু তখনই ঠান্ডা লেগে যাচ্ছে। আবার সারারাত ফ্যানের হাওয়ায় ঘাম শুকোচ্ছে। সেখান থেকেও ঠান্ডা লাগছে। গরম লাগছে বলে একাধিক বার স্নান হচ্ছে...সব মিলিয়ে খুব চট করে ঠান্ডা লেদে যাচ্ছে। এছাড়াও যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে, গলার সমস্য আছে, বয়স বেশি, শিশুদের এই প্রবণতা আরও বেশি। সর্দি-গর্মিতে গলা ব্যথা, জ্বর এখন বাড়িতে বাড়িতে।