শাওমির ওয়্যারলেস চার্জারে ১৯ মিনিটে ফুল চার্জ
ঢাকা টাইমস
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১১:২৪
ওয়্যারলেস চার্জার আনছল শাওমি। এই চার্জার দিয়ে মাত্র ১৯ মিনিটেই স্মার্টফোন ফুল চার্জ করা যাবে। শাওমি বলছে, তাদের নতুন এই ওয়্যারলেস চার্জার ৮০ ওয়াটের। যা দুনিয়ার ফাস্টেস্ট ওয়ারলেস চার্জিং টেকনোলজি। প্রতিষ্ঠানটি দাবি করছে, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এই চার্জার দিয়ে মাত্র ৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা সম্ভব। অনেকদিন ধরেই ওয়্যারলেস চার্জিং টেকনোলজি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল শাওমি।
এর আগে মি মিক্স ২এস স্মার্টফোনে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দিয়েছিল শাওমি। সেই ফোনে ৭.৫ ওয়াট-এর ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছিল। এরপর মি মিক্স ৩ ফোনে ১০ ওয়াট-এর চার্জিং সাপোর্ট দেওয়া হয়। গত বছর মি ৯ স্মার্টফোন লঞ্চ করার পর তাতে কুড়ি ওয়াট ফাস্ট চার্জিং দিয়েছিলে সংস্থাটি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- শাওমি
- নতুন ফোন
- বাজারে আসছে