![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F10%2F20%2Fhandshake.jpg%3Fitok%3Dh65OVJX4)
নারীর সঙ্গে করমর্দন না করায় আটকে গেল নাগরিকত্ব
প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেও জার্মানির নাগরিকত্ব পাচ্ছেন না এক মুসলিম চিকিৎসক। নাগরিকত্ব পাওয়ার পরীক্ষায় খুব ভালো করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু নাগরিকত্ব সনদ নেওয়ার সময় এক নারীর সঙ্গে হাত মেলাতে রাজি হননি তিনি। এতেই ঘটে বিপত্তি। লেবাননের ৪০ বছর বয়সী ওই চিকিৎসক ২০১২ সাল থেকে জার্মানিতে আছেন।
জার্মানিতে মেডিসিনে পড়াশোনা করে একটি ক্লিনিকে সিনিয়র ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন। নাগরিকত্বের আবেদন করার সময় জার্মানির সংবিধান মেনে চলা এবং চরমপন্থার বিরোধিতা করার অঙ্গীকারও করেছিলেন ঘোষণাপত্রে স্বাক্ষর করে।