করোনায় কেমন আছে ক্রীড়াঙ্গন?
ক্রীড়া হচ্ছে একটি সংগঠিত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিনোদনধর্মী এবং দক্ষতাসূচক শারীরিক কার্যকলাপ প্রদর্শনের আধুনিক মাধ্যম। এবার আসি মূল কথায় যে উদ্দেশ্য নিয়ে আমার প্রতিবেদনটা লেখা। প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় আটকে গেছে পুরো বিশ্ব। খেলার মাঠেও নেমে এসেছে স্থবিরতা। আন্তর্জাতিক সব খেলা স্থগিত করেছে সে বহু আগে। কিছুদিন আগে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টেস্ট সিরিজও ভেস্তে গেছে এই মহামারির কারণে।
তবে কিছু ঘরোয়া ফুটবল, ক্রিকেট লীগগুলো চলছে এবং কিছু ক্রিকেট লীগ ও আন্তর্জাতিক ম্যাচ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে করোনা সুরক্ষা মেনে। সামাজিক জীবনটা আমরা যেমন নিউ নরমাল লাইফে সাজাচ্ছি, তেমনি খেলাধুলার ক্ষেত্রেও এভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।