অবহেলিত, অপমানিত, লাঞ্ছিত রেমিট্যান্স যোদ্ধা!
মানুষ স্বভাবগতভাবে শিকড়মুখী। তারা শিকড়েই থাকতে চায়, শিকড়েই ফিরতে চায়। তারপরও মানুষ পরিযায়ী পাথির মতো ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায়। অতি অল্পকিছু মানুষ কিছু হুমকি, হামলা, মামলা ম্যানেজ করে নিরাপত্তার অজুহাতে বিদেশে পাড়ি জমায় উন্নত জীবনের আশায়।
তথাকথিত উন্নত জীবনের দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় পাওয়ার পর তাদের অনেককে আবার দেশের জন্য মায়াকান্না কাঁদতেও দেখা যায়। তবে সব রাজনৈতিক আশ্রয় একরকম নয়। কিছু কিছু মানুষের জীবন সত্যিই ঝুঁকিপূর্ণ। আর কিছু মানুষ অনেক চেষ্টা করে নিজেদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলেন রাজনৈতিক আশ্রয়ের আশায়।